ঢাকা      শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
শিরোনাম

আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

IMG
14 November 2025, 2:07 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে ইনিংস ও ৪৭ রানে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২৫৪ রান তোলে আইরিশরা। প্রথম ইনিংসে সফরকারী দলটি করে ছিল ২৮৬ রান। ৮ উইকেটে ৫৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের ইনিংস ব্যবধানে হারটা অনেকটাই নিশ্চিতই ছিল তৃতীয় দিন শেষে। তবে কয়েকজন ব্যাটসম্যানের কারণে কিছুটা প্রতিরোধ গড়েছিল তারা। তবে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়লো সফরকারীরা।

লাঞ্চের পর শুরুতেই ফিরে যান ফিফটি হাঁকানো অ্যান্ডি ম্যাকব্রাইন। রানার বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে ৫২ রান করে ফেরেন তিনি। এরপর ব্যারি ম্যাকার্থির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন জর্ডান নিল। নিল ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

নিল ফেরার পরের ওভারেই আউট হন ম্যাকার্থি। তাতে ২৫৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মুরাদ। ৩ উইকেট নেন তাইজুল এবং ২ উইকেট নেন রানা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন