ঢাকা      শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
শিরোনাম

কিশোরগঞ্জে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন

IMG
14 November 2025, 2:24 PM

কিশোরগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে নৌকাটি সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

জানা যায়, নৌকার মালিক মো. আবুল কালামের ইঞ্জিন চালিত নৌকাটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুষ্কৃতিকারীরা নৌকায় আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘাটের পাশে থাকা আবুল কালামের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশ পুড়ে যায়।

নৌকার মালিকরা জানান, আগুনে দুইটি নৌকার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন