স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আয়ারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে অভিমানের সুর। শান্তকে নিয়ে সমালোচনা আর ট্রল নতুন কিছুই নয়। প্রশংসার চেয়ে কটুক্তিই বেশি শুনতে হয় চলতি বছরে তিনটি টেস্ট সেঞ্চুরি করা শান্তকে।
সিলেটে আজ শুক্রবার আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘মাত্র মনে হয় ৩৮ ম্যাচ খেলেছি... এখনই এত ভালো ভালো কথা শোনার অভ্যাস নাই। এই যে মুশফিক ভাই ৯৯ টেস্ট খেলে ফেলেছেন, সেরকম ১০০-১৫০ টেস্ট খেলার পর যদি ধারাবাহিক হতে পারি. তখন বলতে পারব আমি ক্যারিয়ার ভালোভাবে শেষ করতে পেরেছি। ৯৯টা তো অবশ্যই না। চাইব একশ টেস্ট খেলতে। এজন্য সুস্থ থাকতে হবে, পারফরম্যান্স করে যেতে হবে।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com