ঢাকা      শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
শিরোনাম

পাকিস্তানের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

IMG
14 November 2025, 6:33 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কোনভাবেই কুলোতে পারলো না বাংলাদেশ। বরং পাকিস্তানের স্কিল, টেকনিক আরো বেড়েছে। স্টেমিনাতে বাংলাদেশ আগেও পিছিয়ে ছিল, এখনো পিছিয়ে। তার উপর রোমান সরকার না থাকায় ডিফেন্সে একটু দুর্বলতা তো ছিলই। প্রথম ম্যাচে পাকিস্তান ৮টি পিসি নিয়ে এক গোল করলেও আজ শুক্রবার ১১ টি পিসি পেয়ে গোল করলো ৪ টি। আর বাংলাদেশ প্রথম ম্যাচে ৫ পিসিতে এক গোল পেলেও আজ কোন গোল পায়নি।

কয়েকজন কোচের মতে, পাকিস্তান এই ম্যাচে ভেরিয়েশন এনেছে। আর বাংলাদেশ একই ধাঁচে খেলেছে। যে কারণে পার্থক্য স্পষ্ট। বাংলাদেশ ট্রাই করতে পারে, কিন্তু বাস্তবায়নে যোজন যোজন পিছিয়ে। এ ধরণের ম্যাচে বাংলাদেশকে জিততে হলে নিয়মিতভাবে বিদেশীদের সাথে ম্যাচ খেলতে হবে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে পাকিস্তান ৮-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ হকি দলকে। তিন ম্যাচের মাঝে দুই জয়ে এগিয়ে থাকায় আগামী রবিবারের ম্যাচটি হয়ে থাকলো নিয়ম রক্ষার। দুই জয়ে পাকিস্তান কোয়ালিফাই করলো বিশ্বকাপ বাছাইপর্বে।

প্রথম কোয়ার্টারে পাকিস্তানের স্কোর ছিল ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০, তৃতীয় কোয়ার্টারে ৫-০ এবং শেষ কোয়ার্টারে ৮-০। বাংলাদেশ যে সুযোগ পায়নি, তেমনটি কিন্তু নয়। ৬, ১৩, ৩৪, ৪৭ ও ৫৪ মিনিটে সুযোগগুলি কাজে লাগেনি নিজেদের ভুলে। পাকিস্তানের হয়ে ৬ ও ১৯ মিনিটে সুফিয়ান খান পিসি থেকে দু'টি গোল করেন। ১৩ ও ৫৭ মিনিটে রানা ওয়াহিদ আশরাফ দু'টি ফিল্ড গোল করেন। ৩০ মিনিটে ওয়াহিদ পিসি ও ৩২ মিনিটে শহিদ হাান্নান পিসি থেকে গোল করেন। ৫৩ মিনিটে আফরাজ ফিল্ড গোল করেন। ৫৯ মিনিটে আম্মাদ ভাট পিসি থেকে গোল করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন