ঢাকা      শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
শিরোনাম

মেসি-মার্তিনেজের গোলে অ্যাঙ্গোলাকে হারালো আর্জেন্টিনা

IMG
15 November 2025, 12:42 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অধিনায়ক লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজের গোলে অ্যাঙ্গোলাকে হারালো আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। তবে স্বাগতিকদের বিন্দুমাত্র ছাড় না দিয়ে ২–০ গোলে জিতেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

লুয়ান্ডায় বাংলাদেশ সময় শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল আর্জেন্টিনার। ৬৬ শতাংশ বল দখলে রাখে তারা। অন-টার্গেটে ৩টি শট নিয়ে দু'টি থেকেই গোল আদায় করে আলবিসেলেস্তেরা।

২১ মিনিটে মেসি একটি সহজ সুযোগ মিস করেন। মার্তিনেজের দুর্দান্ত পাসে অ্যাঙ্গোলার রক্ষণভাগ ভেদ করে গোলের সুযোগ পান মেসি। কিন্তু তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার পেদ্রো মার্কেস।

৩৬ মিনিটে বাঁ দিক থেকে আক্রমণে যায় স্বাগতিকরা। তবে আর্জেন্টিনার গোলকিপার জেরোনিমো রুলি আগে থেকেই সতর্ক ছিলেন। বলটি গ্লাভসবন্দী করেন তিনি।

৩৮ মিনিটে আরও একটি সুযোগ হাতছাড়া করেন মেসি। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যান থিয়াগো আলমাদা। তার দুর্দান্ত কাটব্যাকে মেসির কাছে বল যায়। তবে লক্ষ্যভ্রষ্ট হয় মেসির শট।

প্রথমার্ধের শেষ দিকে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকেই কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন লাউতারো মার্তিনেজ। মিডফিল্ড থেকে বল আসে আর্জেন্টাইন অধিনায়কের কাছে। প্রতিপক্ষের মিডফিল্ডার ফ্রেডির সঙ্গে বোঝাপড়া করে ডি-বক্সের দিকে বল বাড়িয়ে দেন মেসি। সেখান থেকে ডান পায়ে নিশানা ভেদ করেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে গোল শোধের লক্ষ্য পেয়ে যায় স্বাগতিকরা। ফ্রেডি একাই বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। কিন্তু রোমেরো ও নিকোলাস টাগলিয়াফিকোর বাঁধায় থেমে যান। হাল না ছেড়ে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে বারের কাছে পৌঁছালেও সমতায় ফিরতে পারেনি অ্যাঙ্গোলা।

৮১ মিনিটে লিড দ্বিগুণ করে আর্জেন্টিনা। মেসি বল নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন। সেখান থেকে কাটব্যাকে বল দেন লাউতারোকে। লাউতারো আবার পাস ফেরত দেন মেসিকে। আর সেখান থেকেই গোল আদায় করেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক। এই জয় দিয়ে দুর্দান্ত একটি বছর শেষ করলো আর্জেন্টিনা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন