ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ঢাকা-৬ আসনে আনুষ্ঠানিক গণসংযোগ করছেন বিএনপি থেকে মনোনীত ইশরাক হোসেন। শুক্রবার বাদ জুমা বিপুল সংখ্যক সমর্থক নিয়ে ঢাকা -৬ আসনে গণমিছিল করেন তিনি। রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে শুরু করে ইত্তেফাক মোড় ও সুত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দিরে গিয়ে তিনি শেষ করেন গণসংযোগ। এ সময় তিনি জনসাধারণের প্রত্যাশা পূরণের কথা জানান। ঢাকা-৬ আসনের জনগণকে সাথে নিয়েই আসন্ন নির্বাচনে জয়লাভ করে গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজাবে বলেও মন্তব্য করেন ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।
গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সকল দলের সবার নিরাপত্তায় জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন করবে। আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, স্বৈরশাসনের সময় যারা এতো মানুষ হত্যা যারা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com