ঢাকা      শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

বালু উত্তোলন বন্ধ না করে পদ্মা-মহানন্দার ভাঙ্গন রোধ সম্ভব নয়: নূরুল ইসলাম বুলবুল

IMG
15 November 2025, 9:23 AM

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: অবৈধ বালু উত্তোলন বন্ধ না করে পদ্মা-মহানন্দার ভাঙ্গন রোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ -৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, প্রশাসন যেই পরিমাণ বালু উত্তোলনের অনুমতি দেয়; তার বেশি উত্তোলন করা অবৈধ। প্রশাসনের অনুমতি ব্যতীত অতিরিক্ত বালু উত্তোলন করে বালুখেকোরা পদ্মা-মহানন্দাকে বিপর্যস্ত করে তুলছে। আবার তারাই নদী রক্ষার আন্দোলন করছে। কারা বালুমহাল দখল করে রাখছে, কারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, সেটি চাঁপাইনবাগঞ্জবাসী জানে এবং দেখে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের হরিপুর বোর্ড ঘরে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘যারা আজ পদ্মা-তিস্তার পানির হিস্যার আন্দোলন করছে, তারা ক্ষমতায় থাকাকালীন কী করেছে' প্রশ্ন রেখে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, তারা ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে। তা-ও একবার-দু'বার নয়, ক্ষমতার পুরো ৫ বছরের প্রতি বছর তারা দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এবার আবার যদি তারা ক্ষমতায় বসার সুযোগ পায়, তবে দেশকে সন্ত্রাস-চাঁদাবাজিতে বিশ্বচ্যাম্পিয়ন করবে। ৫ আগস্ট পরবর্তী তাদের কার্যক্রমে এ কথা পরিষ্কার। তারা দেশে শান্তি চায় না, তারা লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, খুন-গুমের রাজনীতি করতে চায়। জনগণ সেই সুযোগ আর কাউকে দেবে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতি এক নতুন বাংলাদেশ পাবে। যেখানে কোনো বৈষম্য, প্রতিহিংসা, রক্তপাত থাকবে না। যেখানে প্রতিটি মানুষের নিরাপত্তা ও অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক ও সাংবিধান অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। যেই অধিকার থেকে তারা স্বাধীনতা পরবর্তী ৫৪ বছর বঞ্চিত হয়েছে। নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলা হবে। নারীর স্বাধীনতার নামে নারী-শিশু নির্যাতন চিরতরে বন্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে। ইসলাম নারীদের যেই মর্যাদা, অধিকার ও স্বাধীনতা দিয়েছে তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।

হরিপুর বোর্ড ঘর সেন্টারের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র অধ্যাপক আবুল হাসান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন