বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ফুলবাড়ী, বৃন্দাবনপাড়া, সুবিল এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
পথসভায় ভিপি সাইফুল ইসলাম বলেন, বগুড়া সদরের মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে তাদের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। ১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় আবারও উন্নয়নের ছোঁয়া শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন বগুড়াতে এখনো দৃশ্যমান আছে। সারাদেশে আমরাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। তারেক রহমানকে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে বগুড়া সদর আসনে নির্বাচিত করবো।
বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলী আজগর হেনা, জেলা বিএনপি নেতা শাহ মো. মেহেদী হাসান হিমু, ফারুকুল ইসলাম ফারুক, তৌহিদুল ইসলাম বিটু, মাহমুদ শরীফ মিঠু, মাহিদুল ইসলাম গফুর, আব্দুল গফুর দারা, রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com