ঢাকা      শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

IMG
15 November 2025, 3:28 PM

নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসান ও সুমন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠকরা।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ বনাম ধামইরহাট এমএম কলেজ। দ্বিতীয় ম্যাচে অংশ নেয় মান্দা দাসপাড়া ডিগ্রি কলেজ বনাম নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, তৃতীয় ম্যাচে নওগাঁ সরকারি কলেজ বনাম সাপাহার সরকারি কলেজ, চতুর্থ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে নজিপুর সরকারি কলেজ ও নিয়ামতপুর সরকারি কলেজ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টে মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন