ঢাকা      রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

শিক্ষার উদ্দ্যেশ্য হলো শিশুদের সম্ভাবনাকে বিকশিত করা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

IMG
15 November 2025, 3:47 PM

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রতিটি শিশুর মধ্যে অনেক সম্ভবনা লুকায়িত থাকে। কার মধ্যে কি সম্ভাবনা রয়েছে তা উপযুক্ত পরিবেশ ছাড়া জানা যায় না। আমাদের শিক্ষার উদ্দ্যেশ্য হলো শিশুদের সম্ভাবনাগুলোকে বিকশিত করা। শিশুদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা যেন তারা সমাজে অবদান রাখতে পারে। আজ শনিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেশের প্রথম স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধণী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহম্মদ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্প থেকে জানা যায়, শুরু থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে স্কুল কর্মদিবসে ফার্টিফাইড বিস্কুট, ফল, বনরুটি, ডিম ও দুধ খাবার রুটিন হিসেবে দেওয়া হবে।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, স্কুলে অনেক শিক্ষার্থী টিফিন আনতে পারে না। না খেয়ে থাকে। এখন থেকে স্কুলের সবাই টিফিন পাবে। এটা পেয়ে তারা অনেক খুশি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন