ঢাকা      শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

নাতির মাধ্যমে ডেকে নাত বৌকে ধর্ষণ

IMG
15 November 2025, 3:54 PM

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলী এলাকায় প্রতিবেশী নাতির মাধ্যমে তারই নববধূকে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি ভিকটিমের কাছে জানতে পেরে ওই ধর্ষককে গণপিটুনি দেয় এলাকাবাসী। চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তির পর মামলায় গ্রেপ্তার এড়াতে হাসপাতাল থেকে পালায় ধর্ষক। ঘটনার দু'দিন পর গ্রামবাসী রাত জেগে পাহারা দিয়ে তাকে আটকের পর জুতার মালা দিয়ে এলাকায় ঘুরিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ বলছে, এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আসামীকে। আজ শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫৫)। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে। নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর চাচা শ্বশুর আতিকুর রহমান জানান, ওই নারীর স্বামী স্বামী নাটোরে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরও করেন। প্রায় ১ বছর আগে তিনি বিয়ে করেছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ইসমাইল নিজ মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর স্বামীকে কল দিয়ে বলেন, তার স্ত্রী যেন দাদী শ্বাশুরির সাথে (ইসমাইলের স্ত্রী) জরুরী দেখা করেন। সাথে সাথে স্ত্রীকে ফোন দিয়ে বিষয়টি জানালে ওই নারী ইসমাইলের বাড়িতে যান।

ওই সময় ইসমাইল ঘর থেকে বের হয়ে তাকে বলেন, তার দাদী শ্বাশুরি ঘরে আছেন, তাকে ডাকছেন। এরপর ঘরে গিয়ে তিনি দেখতে পান, সেখানে দাদী শ্বাশুরি নেই। কিছু বুঝে ওঠার আগেই ইসমাইল ওই নারীর ওড়না দিয়ে মুখ ও হাত বেঁধে ধর্ষণ করেন। সেই ঘর থেকে বের হয়ে তিনি কাঁদতে কাঁদতে পাশেই নিজ বাড়ির দিকে দৌড়ে যেতে থাকলে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দেয়। এক পর্যায়ে ঘরের খাটে মাথা লেগে ইসমাইল রক্তাক্ত হন। এরপর ইসমাইলকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়ে।

এরপর ভুক্তভোগীর স্বামী থানায় গিয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে ইসমাইল হাসপাতাল থেকে পালিয়ে যাযন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী গ্রামে পাহারা বসায়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ভোরে ইসমাইলকে আটক করে এলাকাবাসী।

এরপর তারা ইসমাইলকে জুতার মালা দিয়ে গ্রামে ঘুরিয়ে পুলিশে সোপর্দ করেন। নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, ওই মামলায় ইসমাইলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন