ঢাকা      রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত: আমান উল্লাহ আমান

IMG
16 November 2025, 12:32 PM

শরীফুল ইসলাম, সাভার: বাংলাদেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। শনিবার বিকেলে ঢাকার সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের সিজন ৩-এর ফাইনাল খেলায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

আমান উল্লাহ আমান আরো বলেন, সারাদেশে নাশকতা সৃষ্টি করে একটি দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। কিন্তু তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না। জনগণের ভোটে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, বিএনপি নেতা আমান উল্লাহ সরকার, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওন এসময় উপস্থিত ছিলেন। খেলায় আর এম এন্টারপ্রাইজকে ২-১ গোলে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খান স্পোর্টিং ক্লাব।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন