ঢাকা      রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

নাটোরে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সড়ক বিভাগ

IMG
16 November 2025, 6:43 PM

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: নাটোর শহরের বিভিন্ন স্থানে পরিচালিত হয়েছে সড়ক বিভাগের ব্যাপক উচ্ছেদ অভিযান। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে শহরের সড়কের পাশের বহু অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
এর আগে, কয়েকদিন ধরে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে অবগত করা হয় যে সড়ক বিভাগের জমি ও ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনাগুলো সরিয়ে নিতে হবে। মাইকিং শোনার পর অনেকেই নিজ উদ্যোগে দোকানপাট ও কাঠামো সরিয়ে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক, ফুটপাত ও সরকারি জায়গা দখল করে কিছু অবৈধ ব্যবসায়ী দোকানপাট তুলেছিলেন এবং এমনকি এসব জায়গা ভাড়া দিয়ে ব্যবসাও চালাচ্ছিলেন। এতে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল এবং সড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা থেকে আসা সড়ক বিভাগের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার ও অন্যান্য কর্মকর্তারা।

সড়ক বিভাগ জানায়, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে এবং সরকারি জমি দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন