ঢাকা      রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

সাভারে ইতিহাস পরিবহনের বাসে অ'গ্নিসংযোগ

IMG
16 November 2025, 6:50 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অ'গ্নিসংযোগ করেছে দূর্বৃ'ত্তরা।
তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স স্টেশনের দু'টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও বাস সংশ্লিষ্টদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, শনিবার রাত তিনটা ৪৪ মিনিটের দিকে আমরা আগুনের খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা। এর আগে, শনিবার রাতে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন