চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের সীতাকুণ্ডের বটতল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ধাক্কায় সিডিএম পরিবহনের বাসের সামনের অংশ দুমড়ে যায়, ট্রাকটিও পাশের দিকে ছিটকে পড়ে। এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড পৌরসভার বটতল এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সিডিএম পরিবহনের একটি বাস একটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক লাশ আসতে থাকে। দুর্ঘটনার পরপরই সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানান, কারও হাত বিচ্ছিন্ন, কারও পা নেই। ক্ষত-বিক্ষত শরীর দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন। দুর্ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে উদ্ধার করে অন্তত ২০ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গুরুতর ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। কিভাবে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com