শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃ'ষ্ট হয়ে দগ্ধ হয়েছেন এক গ্লাস মিস্ত্রী। তার অবস্থা আশ'ঙ্কাজনক জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার বিকেলে উপজেলার হেমায়েতপুর-সিংগাইর সড়কের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন আট তলা ভবনের চার তলায় গ্লাস লাগার কাজ করছিলেন গ্লাস মিস্ত্রি নাহিদ (২২)। এসময় ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ৩৩০০০ হাজার কেভি ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ওই গ্লাস মিস্ত্রি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করে।
এ ঘটনার পর থেকে ওই ভবনের মুল ফটকে তালা ঝুলিয়ে সবাই গা ঢাকা দিয়েছেন। স্থানীয়রা জানান, নিরাপত্তা বেষ্টনী ছাড়ায় ওই ভবনে কাজ করছিলেন গ্লাস মিস্ত্রী। এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ওই গ্লাস মিস্ত্রির শরীরের অনেকটাই ঝলসে গেছে। তাই তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com