ঢাকা      সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: সাবেক এমপি

IMG
17 November 2025, 2:36 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। আর বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষার মান উন্নয়নে কাজ করেছে। আশা করছি আপনারা আগামী দিনে গাবতলী এলাকার এমপি প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে বিপুল সংখ্যক ভোট দিবেন। রোববার (১৬ নভেম্বর) বগুড়ার গাবতলী দূর্গাহাটা ভান্ডারা পনিরপাড়া আলানুর দাখিল মাদ্রাসার উদ্যোগে 'শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সচেতনতা' শীর্ষক আলোচনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসা সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজা, দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক রেজাউল করিম, দূর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপার আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ হারুন, মাদ্রাসা সহকারী মৌলভী আবু তাহের, অভিভাবক ফকির মাহমুদ, আবুল কাসেম সরকার।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাকামে মাহমুদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আতোয়ার রহমান, আফছার আলী মিজু, খোরশেদ আলম জুয়েল, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, নুরুল্লাহ আকন্দ, হামিদুল হক শিলু, মোস্তফা কামাল কনক, নাছির উদ্দিন বুলবুল, আব্দুল্লাহ আল মাহমুদ রব্বানী, আরিফুর রহমান মজনু, সুজন আল মামুন, আব্দুল লতিফ, আনোয়ার হোসেন। শেষে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন