মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তোফাজ্জেল হোসেন (৫৫) নামে এক শিক্ষক নিহ'ত হয়েছেন। রোববার বিকেলের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তোফাজ্জেল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দলিয়ারপুর গ্রামের জামাত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দরবেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে তোফাজ্জেল হোসেন মোটর সাইকেলে দরবেশপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলেন। পথে পুরাতন দরবেশপুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তার মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
তার ভাই হাবিবুর রহমান জানান, 'আমার ভাই প্রতিদিনের মতোই বাড়ি ফিরছিলেন। হঠাৎ এ দুর্ঘটনা আমাদের পরিবারকে স্তব্ধ করে দিয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।'
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com