ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : রাজধানীতে অবৈধ অ'স্ত্র ও মা'দকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অ'স্ত্র, গু'লি, ইয়া'বা ও গাঁ'জাসহ তিনজন চিহ্নিত সন্ত্রা'সী ও মাদ'ক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ জাহাঙ্গীর আলম টিটু,;মোঃ আব্দুর রাজ্জাক শানু ও মোঃ মামুন। সোমবার (১৭ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অ'স্ত্র উদ্ধার ও মা'দক নিয়ন্ত্রণ টিমের একটি দল কদমতলী থানার নতুন শ্যামপুর রেল লাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে তিনটি বিদেশি পিস্ত'ল, তিনটি ম্যাগা'জিন, ৬০ রাউন্ড গু'লি, ৮০০ পিস ইয়া'বা ও সাড়ে আট কেজি গাঁ'জা উদ্ধার করা হয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com