ঢাকা      বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

গুলিস্তানে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

IMG
19 November 2025, 10:02 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : রাজধানীর গুলিস্তান মোড়ে রমনা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত একটার দিকে ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।

এর আগে, রাত সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানায়।

ঢাকা দক্ষিণের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন কমান্ডার ফয়সালুর রহমান বলেন, তৃতীয় তলার এম আকবর টেইলার্সে আগুন লেগেছে। রাস্তা ফাঁকা থাকায় অতি দ্রুত আমরা মুভ করে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বলা যাচ্ছে না আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে। তবে তদন্ত করে পরবর্তীতে বিষয়টি জানা যাবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন