ঢাকা      বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২

IMG
20 November 2025, 1:10 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ দু’জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২ বিক্রমপুর সেনিটারি ও হার্ডওয়্যার দোকানে ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে পিস্তল দিয়ে বুকে ও পিঠে গুলি করে গোলাম কিবরিয়াকে (৫০) হত্যা করে।

আজ বুধবার বিকেল ৩টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পলায়নের সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা স্থানীয় জনতার ওপর গুলি চালায়, এতে একজন রিকশা চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। পরে ছাত্র-জনতা মিলে জনি ভূইয়া (২৫) নামে একজন সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানা পুলিশের কাছে সোর্পদ করে।

ভিকটিমের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সিসিটিভি ফুটেজ দেখে ছায়া তদন্ত শুরু করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সাভার থানাধীন বিরোলিয়া এলাকা থেকে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মো. মনির হোসেন সোহেল ওরফে পাতা সোহেল (৩০) ও টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকা হতে ১৮ মামলার আসামি মো. সুজন ওরফে বুকপোড়া সুজনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর আভিযানিক দল।
র‌্যাব জানিয়েছে গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পাতা সোহেলের নামে একাধিক হত্যা, ডাকাতি, মাদকসহ পল্লবী থানায় আটটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন