ঢাকা      বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ রায়: জামায়াত

IMG
20 November 2025, 4:08 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরায় সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই রায়কে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ রায় বলে আখ্যা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল, সেটি ছিল বিতর্কিত। এর ফলেই শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার সুযোগ পেয়েছিলেন। ক্ষমতায় থেকে নির্বাচন করলে যে পক্ষপাতমূলক নির্বাচন হয়, তা বিগত নির্বাচনগুলো পর্যবেক্ষণ করলেই বোঝা যায়। এসব কলঙ্কিত নির্বাচন ইতিহাসে চিহ্নিত হয়ে আছে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯৮৩ সালের ২০ নভেম্বর রাজধানীতে এক সমাবেশে এই ব্যবস্থার কথা বলা হয়েছিল।

সর্বোচ্চ আদালতের রায়ে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরে আসবে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু চতুর্দশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়, তাই আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল অবস্থান প্রত্যাশা করে জামায়াত। এ সময় আসন্ন জাতীয় নির্বাচন বিগত দিনের মতো পাতানো করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উল্লেখ্য, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন।

আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন