ঢাকা      বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

সবার কাছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই: আমীর খসরু

IMG
20 November 2025, 4:15 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেক নাগরিকের কাছে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেছেন।

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কমল মেডি এইড আয়োজিত ‘ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা ক্যাম্প’ শীর্ষক অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, স্বাস্থ্য ও শিক্ষা একজন নাগরিকের মৌলিক অধিকার। নতুন বাংলাদেশের অর্থনৈতিক মডেলে ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ ও স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়টি বিবেচনা করে এগিয়ে যাব। আমরা চাই, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা যথার্থভাবে বিনিয়োগ করা হোক।

বিএনপির এই নেতা বলেন, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার বরাদ্দ নিশ্চিতে আমরা জিডিপির ৫ শতাংশ পর্যন্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করব।

বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে প্রত্যেকটি পরিবারের মাসে ৫/১০ হাজার টাকা সঞ্চয় হবে বরেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এতদিন রাজনীতিতে গণতন্ত্রায়ণের কথা বলেছি। পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্রায়ণ করতে হবে। এতে প্রত্যেক নাগরিক দেশের উন্নয়নের অংশীদার হতে পারবে। উন্নয়নের সুফলও প্রত্যেকেই পাবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন