ঢাকা      বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

আয়ারল্যান্ডের বিপক্ষে ড্রাইভিং সিটে বাংলাদেশ

IMG
20 November 2025, 5:18 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আজ বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষেই ড্রাইভিং সিটে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকরা ৪৭৬ রান করার পর একশোর আগে সফরকারীদের ৫ উইকেট ফেলে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৩৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৯৮ রান তুলেছে আইরিশরা। এখনো ৩৭৮ রান পিছিয়ে তারা, ফলো অন এড়াতেই এখনো ১৭৯ রান প্রয়োজন।

বিশাল পুঁজির জবাব দিতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা বেশ জুতসই। দুই ওপেনার মিলে পার করে দেন ১০ ওভার। একাদশ ওভারে খালেদ আহমেদকে এগিয়ে এসে মারতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউ হন পল স্টার্লিং।

আইরিশ অধিনায়ক কিছুক্ষণ টিকেই বিদায় নেন। হাসান মুরাদের বলে এজড হয়ে তার প্যাডে লেগে স্লিপে যায় ক্যাচ। প্রথম টেস্টে নিবেদন দেখানো ক্যাডে কারমাইকেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ, খানিক পর কার্টিস ক্যাম্পারকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন মুরাদ। বিনা উইকেটে ৪১ থেকে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। পরে হ্যারি টেক্টরকে তাইজুল ইসলাম তুলে নিলে ৯৪ রানে ৫ উইকেট হারায় তারা।

এর আগে, মিরপুরে দিনের শুরুতেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন পাতা খোলেন মুশফিকুর রহিম। আগের দিনের অপেক্ষা র অবসান ঘটাতে ৮ বল লাগে তার। শততম টেস্টে সেঞ্চুরিতে মুশফিক নাম লেখান ইতিহাসের একাদশ ব্যাটার হিসেবে। বাকি সময়ে দারুণ সেঞ্চুরিতে এই ম্যাচকে রাঙিয়ে তোলেন লিটন দাস।

সেঞ্চুরির পর বেশি দূর এগুতে পারেননি মুশফিক। ১০৬ রান করে আউট হন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন লিটন। দ্যুতিময় ব্যাটিংয়ে তুলেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

চা বিরতির খানিক আগে ৪৭ রান করে মিরাজ আর দলের সর্বোচ্চ ১২৮ রানে লিটনের বিদায়ের পর বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়া ছিলো সময়ের ব্যাপার।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন