শরীফুল ইসলাম, সাভার: ঢাকার ধামরাইয়ে গত বছর হেলে পড়া চারতলা করিডর ভবনটি ভূমিকম্পের পর আরও কাৎ হয়ে পড়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ আশপাশে ভূকম্পন অনুভূত হওয়ার পর ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ধানসিঁড়ি হাউজিংয়ের মো. জিয়াউদ্দিনের বাড়ির করিডর অংশ আবারও হেলে পড়ার খবর পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, পাশাপাশি দু'টি ভবনের মাঝের ফাঁকা জায়গায় নির্মিত চারতলা করিডর অংশটি আগের মতোই পাশের সাততলা ভবনের ওপর ঝুঁকে আছে। করিডরের তৃতীয় তলার অংশ সরাসরি ছয়তলা ভবনের গায়ে ঠেস দিয়ে আছে। বারান্দার রেলিংয়ের গাঁথুনি ফেটে গেলেও ভবনের ভেতরে বড় কোনো ক্ষতি দেখা যায়নি।
ভবন মালিক মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, পাশের ভবন তার জমির ভেতরে ঢুকে নির্মাণ করায় সামনের অংশে দুই বছর ধরে ফাটল ছিল। ভূমিকম্পে নতুন করে হেলেনি বলেও দাবি করেন তিনি। ঝুঁকিপূর্ণ সামনের অংশ দ্রুত ভেঙে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা।
অপরদিকে, সাভারের আমিনবাজারের বৈশাকের টেক এলাকায় একটি বহুতল ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com