ঢাকা      শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

জীবনের থেকে অন্য কিছু মূল্যবান হতে পারে না: ইশরাক হোসেন

IMG
22 November 2025, 1:14 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : মানুষের জীবনের থেকে সহায়-সম্পত্তি বা অন্য কিছু তো মূল্যবান হতে পারে না। আমাদের এ শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করে যাবো। এতে সরকারকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার (২১ নভেম্বর) পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের রেলিং ধসে তিনজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ভবনগুলোও পরিদর্শন করেন। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, আমরা যারা বসবাস করি তারা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে, এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা বসবাস করছি। ইতিপূর্বে এখানে অগ্নিকাণ্ডের সময়ও বিশাল পরিমাণ ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয় জনগণ।

সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমি মনে করি যে এখানে কেন্দ্রীয়ভাবে সরকারের একটা উদ্যোগ নিতে হবে। এই পুরান ঢাকার প্রত্যেকটি ভবন চিহ্নিত করে এগুলোকে পুনর্নিমাণ করা ছাড়া আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। এখানে বেশিরভাগ ভবন একেবারে পাশাপাশি। দেয়াল একটার সাথে আরেকটা লাগানো।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন