ঢাকা      শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

ভূমিকম্পে ভয় পেয়েছিলেন ক্রিকেটাররা, আতঙ্কিত ছিল আয়ারল্যান্ডও

IMG
22 November 2025, 2:39 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : শুক্রবার সকালে মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল তখন ফিল্ডিংয়ে। ভূমিকম্প টের পেয়ে খেলা মিনিট তিনেকের জন্য থমকে যায়। দিন শেষে তাইজুল ইসলাম জানান, মিডিয়া বক্সের চিৎকার শুনেই তারা ভূমিকম্পের কথা বুঝতে পারেন। একপর্যায়ে তারাও শারীরিকভাবে ঝাঁকি টের পেয়েছেন। এরপর সবাই অস্থির হয়ে পড়েছিলেন।

আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভারের তৃতীয় ডেলিভারিটি করত যখন প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ, ঠিক সেই মুহূর্তে হঠাৎ কেঁপে ওঠে শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম। এরপর গণমাধ্যম কর্মীরা প্রেসবক্স ছেড়ে নিচে নেমে আসেন।

ডাগ আউটে থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাও উঠে দাঁড়ান। এর রেশ ছিল আয়ারল্যান্ড শিবিরেও।

সফরকারী দলও আতঙ্কিত হয়ে পড়েছিল বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ হেনরিখ মালান। অনেক ক্রিকেটারেরই এবার প্রথমবারের মতো ভূমিকম্পের অভিজ্ঞতা হয়েছে। তবে মালান চিন্তিত ছিলেন, যেখানে আঘাত করেছে এর কারণে কোনো ক্ষয়-ক্ষতি হচ্ছে কিনা সেসব নিয়ে।

তিনি বলেন, 'আমি ব্যাক্তিগতভাবে কিছু ভূমিকম্পের ঘটনার স্বাক্ষী হয়েছি। নিউজিল্যান্ডে কিছুদিন থেকেছি আমি। এটা কখনওই ভালো অনুভূতি নয়। এখানেও তা-ই। ওই সময়ে বোঝার চেষ্টা করছিলাম কী হচ্ছে। পাশাপাশি বৃহত্তর ছবিটাও মনে ভাসছিল যে, কোথায় ভূমিকম্পটা আঘাত করলো, সেটার ক্ষতি যেন খুব বেশি না হয়, এই আশা করছিলাম। কয়েক মিনিটের জন্য যেন সব থমকে গিয়েছিল। তারপর আবার আমরা খেলায় ফিরেছি। এখন ভাবনা একটাই, যেন কোথাও বড় ধরনের ক্ষতি না হয়ে থাকে।'

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন