এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিউড তারকা ধর্মেন্দ্রর মৃত্যুর পর অবশেষে মুখ খুললেন হেমা মালিনী। সেই দিন পবন হংস শ্মশানে ছলছল চোখে পৌঁছে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী। সংবাদমাধ্যমকেও কোনো প্রতিক্রিয়া দেননি। অবশেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মনের কথা লিখলেন তিনি।
হেমার জীবনের বিরাট অংশ জুড়ে ছিলেন ধর্মেন্দ্র। স্বামী ও বাবা দুই ভূমিকাই সফলভাবে পালন করেছিলেন তিনি। এমনটাই জানান হেমা। অভিনেত্রী লেখেন, “অবশ্যই ভালো স্বামী ও আমাদের দুই কন্যা ঈশা ও অহনার ভালো বাবা ছিলেন। তাছাড়া আমার জীবনের বন্ধু, পথপ্রদর্শক ছিলেন। যে কোনো প্রয়োজনে আমি তার কাছে যেতাম। বলা ভালো, আমার সবকিছু ছিলেন তিনি। ভালো ও খারাপ দুই সময়েই আমার পাশে ছিলেন।”
খ্যাতির চূড়ায় থাকলেও ধর্মেন্দ্র ছিলেন আন্তরিক মানুষ। প্রতিভাবান হওয়া সত্ত্বেও মাটিতে পা রেখে চলতেন। এই বিষয়টিই সকলের থেকে তাকে আলাদা পরিচিতি দিয়েছিল বলে মনে করেন হেমা। তিনি লেখেন, “চলচ্চিত্র জগতে তার খ্যাতি ও সাফল্য চিরন্তন হয়ে থাকবে।”
প্রকাশ কৌরের সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। জীবন সঙ্গীকে হারিয়ে হেমা লিখেছেন, “ব্যক্তিগত ক্ষেত্রে আমার কতোটা ক্ষতি হলো তা বলে প্রকাশ করা যাবে না। যে খালি স্থান তৈরি হয়ে গেলো, তা আমার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। এতো বছর একসঙ্গে থাকার পরে এখন আমার কাছে বিশেষ স্মৃতিগুলোই থাকবে।”
দীর্ঘদিন অসুস্থ থাকার পরে বাড়ি ফিরেছিলেন ধর্মেন্দ্র। বাড়িতেও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল তার। কিন্তু গত সোমবার আর শেষরক্ষা হলো না। সেই দিন নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com