চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে আয়ারল্যান্ড। জবাবে প্রথম দুই ওভারে তানজিদ তামিম ও লিটন দাসকে হারায় স্বাগতিকরা। পরে সাজঘরে ফিরেছেন পারভেজ ইমন ও সাইফ হাসান। বাংলাদেশ ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। এর আগে, তামিম ২ ও লিটন ১ রান করে আউট হয়েছেন। ইমন ৬ বল খেলে ১ রান করে আউট হন। সাইফ ১৩ বল খেলে ৬ রান করেন।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আইরিশদের হয়ে ওপেনার ও অধিনায়ক পল র্স্টালিং ১৮ বলে ২১ রান করে ফিরে যান। অন্য ওপেনার টিম টেক্টর ১৯ বলে ছয়টি চারের শটে ৩২ রানের ইনিংস খেলেন। দলটির পক্ষে সর্বাধিক ৬৯ রান করেন হ্যারি টেক্টর। তিনি ৪৫ বলে পাঁচটি ছক্কা ও একটি চারের শটে হার না মানা ওই ইনিংস খেলেন। উইকেটরক্ষক লরকান টাকার ১৮ রান যোগ করেন। কার্টুস ক্যাম্পার ১৭ বলে ২৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চার ও একটি ছক্কা আসে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com