ঢাকা      মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

স্কোয়াড নিয়ে বিতর্কিত মন্তব্য, আর হবে না: লিটন

IMG
02 December 2025, 9:39 PM

চট্টগ্রাম, বাংলাদেশগ্লোবাল: সব বিতর্ক পিছনে ফেলে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, বোর্ডের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে তার। এমন আর ভবিষ্যতে হবে না সেটাও পরিষ্কার করেছেন তিনি।

লিটন বলেন, 'হিট অব দ্য মোমেন্টে অনেক কিছুই হয়ে যায়। দুই পক্ষেই আমাদের সাথে হয়েছে। কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। পরেরবার থেকে এই জিনিসগুলো হবে না। এরপর আমরা সুন্দর করে বসে কথা বলেছি এবং একটা ভালো সমাধানে এসেছি আমরা।'

লিটন দাস মনে করেন, বাইরের বিতর্ক দলের মধ্যে কোনো প্রভাব ফেলেনি। প্রথম ম্যাচে বাংলাদেশ চাপে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। বাকি দুই ম্যাচে বাংলাদেশ সেই চাপ ভালোভাবেই সামাল দিয়েছে দাবি লিটনের। বাংলাদেশ দলের সিরিজ জয়ের পেছনে ফিল্ডারদের অবদান স্বীকার করেছেন অধিনায়ক।

তিনি বলেন, 'না, আমার মনে হয় দলের ভেতর এটার কোনো প্রভাব পড়েনি। নরমালি ছিল সবকিছু। যেহেতু আমরা পেশাদার ক্রিকেটার, মাঠে গেলে ক্রিকেটই খেলি, ওদিক থেকে আমাদের কোনো সমস্যা হয়নি।'

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন