স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে গিয়ে গতবারের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে নিলেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। ভারতের তামিলনাড়ুতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের মধ্য দিয়ে শেষ হল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন।
আগের ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দেয়ার তৃপ্তি নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে গোল হজম করে লাল-সবুজের দল। অবশ্য দ্বিতীয় কোয়ার্টারে মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে দ্রুতই সমতায় ফেরে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারানো ফ্রান্স তৃতীয় কোয়ার্টারের শুরু থেকে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে। এই কোয়ার্টারে দ্রুত আরও দুই গোল করে ফরাসিরা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়।
চতুর্থ কোয়ার্টারে আব্দুল্লাহ ও আমিরুল ইসলামরা লড়াই ফের জমিয়ে তোলেন। আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা আমিরুল এবার পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৩-২ করেন। কিন্তু বাকি সময় আর কোনো গোল না হওয়ায় পারলেন না হার এড়াতে।
শক্তিশালী পুল ‘এফ’-এ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হারের মধ্য দিয়ে। এরপর দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করে তারা আশা জিইয়ে রেখেছিল। কিন্তু তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ের ফলে পুল পর্ব থেকে ছিটকে গেল বাংলাদেশ। এখন টুর্নামেন্টে তারা ১৭ থেকে ২৪ নম্বর স্থান নির্ধারণী লড়াইয়ে খেলবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com