ঢাকা      রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

তুরাগে আবাসিক ভবনে আগুন, আহত ৫

IMG
07 December 2025, 12:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর তুরা‌গে ১০ তলা একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছেন। আজ রোববার (৭ ডিসেম্বর) ভোর ৫টা ৫০‌ মিনিটে আগু‌নের সংবাদ পায় ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্তর। পরে ৭‌টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে সংস্থা‌র মি‌ডিয়া ‌সে‌লের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগু‌ন লাগা ভবনটির ৫ তলার ওপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে প্রথমে ছাদে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ি দিয়ে তাদের নিচে নামিয়ে আনা হয়।

তিনি আরও বলেন, মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তবে ৫ জন সামান্য আহত হয়েছেন। শাহজাহান শিকদার বলেন, বৈদ্যুতিক গোলযোগ থে‌কে আগুন লে‌গে‌ছিল। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। ঘটনাস্থল থে‌কে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হ‌য়ে‌ছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন