ঢাকা      শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

IMG
11 December 2025, 3:16 PM

জামালপুর, বাংলাদেশ গ্লোবাল: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল রাতের কোনো একসময় বাসাটিতে চোর ঢোকে। সম্ভবত চোরকে চিনতে পারায় গলায় ওড়না পেঁচিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে।

নিহত নারীর নাম লিপি খাতুন (৩৫)। তিনি একই উপজেলার শুয়াকৈর এলাকার বাসিন্দা। তিনি র‍্যাব সদস্য মহর উদ্দিনের স্ত্রী। মহর রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে কর্মরত। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। তাদের নিয়ে শিমলা বাজার এলাকার ওই বাসায় ভাড়ায় থাকতেন লিপি।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাতে ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে বাসাটির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন লিপি। ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরের দল। আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোর। চোর শনাক্ত করতে তদন্ত চলছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন