শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় একটি চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সালমা বেগম (২৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ওই নারীর বাড়িওয়ালা শরিয়াত উল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বাড়ির ম্যানেজার রোমান জানান, সালমা বেগমের স্বামী গাইবান্ধার ফুলবাড়ি উপজেলার মাঠ চুনিয়া কান্দি গ্রামে বসবাস করেন এবং মাঝে মধ্যে জামগড়ায় আসতেন। তবে ঘটনার পর তার স্বামী কিংবা পরিবারের কাউকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত ওই নারীর আত্মহত্যার কারণ জানা যায়নি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com