ঢাকা      মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
শিরোনাম

ধলেশ্বরীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, তিনজন নিহত

IMG
21 December 2025, 8:57 AM

নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটর সাইকেল আরোহী মো. রফিক (৩৫) ও ভ্যান চালক মো. স্বাধীন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দু'টি ব্যাটারি চালিত অটো রিকশা, একটি মোটর সাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন। তকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে তীরে উঠেন। তবে স্বাধীন ও মাসুদ রানা নামের দু'জন নিখোঁজ ছিলেন। খবর পেয়ে রাতে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। রাত দুইটার দিকে নদী থেকে ওই দু'জনের মরদেহ উদ্ধার করা হয়।

ফেরিতে থাকা ট্রাকটি কীভাবে হঠাৎ ইঞ্জিন চালু হলো এবং এই যান্ত্রিক ত্রুটির পেছনে চালকের কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান সাংবাদিকদের বলেন, ট্রাকটি হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ফেরির রেলিং ভেঙে যানবাহনসহ নদীতে পড়ে যায়। ওই ঘটনায় একজন হাসপাতালে মারা গেছেন। নিখোঁজ দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন