ঢাকা      শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২
শিরোনাম

খালেদা জিয়ার নামাজে জানাজায় লাখো মানুষ

IMG
31 December 2025, 3:26 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বুধবার বিকেল তিনটা তিন মিনিটে বেগম জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বিকেল তিনটা পাঁচ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক বেগম জিয়ার জানাজা পড়ান।

এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তাঁর বড় ছেলে তারেক রহমান। জানাজায় উপস্থিত লাখো মানুষের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দোয়া করবেন। আল্লাহতায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন