ঢাকা      বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২
শিরোনাম

আতশবাজি দিয়ে নতুন বছরকে বরণ করলো বিশ্ব

IMG
01 January 2026, 12:45 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জাপান থেকে মিশর, অস্ট্রেলিয়া থেকে ইউরোপ-- আলো আর রঙিন বাজি দিয়ে ২০২৬-কে বরণ করে নিলো গোটা বিশ্ব। বুধবার শেষ হয়ে বৃহস্পতিবার গড়াতেই একের পর এক দেশে উৎসবের মেজাজে অভ্যর্থনা জানানো হয় নতুন বছরকে। আন্তর্জাতিক ডেট লাইনের পার্শ্ববর্তী দেশগুলি থেকে শুরু হয় উদযাপন।

প্রথা অনুযায়ী, সিডনি হারবার ব্রিজ বরাবর আতশবাজি জ্বালিয়ে বর্ষবরণ করা হয় সিডনিতে। প্রায় ৪০ হাজার আতশবাজি ব্যবহার করা হয় সেখানে।

চীনের প্রাচীরে উদযাপিত হয় বর্ষবরণ। হংকং-এ বহুতলে আগু'ন লাগার ঘটনার পরে সেখানে আতশবাজি না জ্বালানোর সিদ্ধান্ত হয়েছে।

বার্লিন, হামবুর্গ এবং মিউনিখে হয়েছে জার্মানির বর্ষবরণের পার্টি। বার্লিনে সাড়ে সাত মিনিট ধরে চলেছে আতশবাজির খেলা। তীব্র ঠাণ্ডায় খ্যাতিমান শিল্পীদের গানের সঙ্গে নেচে নতুন বছরকে অভ্যর্থনা জানানো হয়।

আতশবাজির আলোয় উদ্ভাসিত হয় ওঠে গ্রিসের ঐতিহাসিক সৌধ। লন্ডনে প্রথামতো টেমসের ধারে বিগ বেনে জ্বালানো হয় আতসবাজি। এছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্সসহ বিভিন্ন জায়গায় পালিত হয়েছে বর্ষবরণ উৎসব।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন