ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সীমান্তে বেসামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া। দেশ দু’টির মধ্যে দুই হাজার কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত রয়েছে। স্থানীয় সময় আজ ভোর তিনটায় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং অন্যান্য অঞ্চলে মার্কিন হামলার পর দেশটি থেকে সম্ভাব্য শরণার্থী সংকটের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের 'আটকের' খবরের মধ্যেই কলম্বিয়ার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত সামনে এলো। কারাকাসে প্রথম বিস্ফোরণের খবর পাওয়ার পর থেকেই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে আসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com