ঢাকা      সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২
শিরোনাম

খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানালো অ্যাটকো

IMG
03 January 2026, 10:40 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে শোক বার্তা লিখে স্বাক্ষর করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনের (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও মহাসচিব আব্দুস সালাম। আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তাঁরা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এছাড়া তাঁর পরিবার দ্রুত শোক কাটিয়ে উঠে সুন্দর বাংলাদেশ উপহার দিবেন - এমনটাই প্রত্যাশা সংগঠনটির।

এসময় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে জানিয়ে অ্যাটকো সভাপতি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন