ঢাকা      বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
শিরোনাম

সরকার নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে: মুস্তাফিজ ইস্যুতে অর্থ উপদেষ্টা

IMG
06 January 2026, 3:18 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেয়ার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেদেশে না যাওয়াসহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের এই পদক্ষেপকে নিউটনের সূত্রের মতো করে দেখছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে, তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।’ প্রসঙ্গত, নিউটনের তৃতীয় সূত্র হলো, ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।’ আজ মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধ অর্থনীতি কিংবা সরকারি ক্রয়কে প্রভাবিত করবে না বলে মনে করি। এ সমস্যার শুরু বাংলাদেশ করেনি। এমন না, দয়া-দাক্ষিণ্য করে মুস্তাফিজকে নেয়া হয়েছে। সে একজন ভালো প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার। যেটা হয়েছে, সেটা দুর্ভাগ্যজনক, এটা দু'দেশের কারো জন্যই ভালো হয়নি। বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ। হিটলারের সময়ও অলিম্পিক হয়েছে। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক - এটি আমরা চাই না। ’

ড. সালেহউদ্দিন আরও বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়টি ক্রিয়া-প্রতিক্রিয়া হিসাবে দেখতে হবে। ডেকে নিয়ে আমাদের খেলোয়াড় প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটি বলিষ্ঠ এবং যথাযথ মনে করি। ভারতকেও এ সিদ্ধান্ত ভাবাচ্ছে। শশী থারুর বলেছেন, ভারতের এটি করা উচিৎ হয়নি। আশা করি, ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং খেলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আমরা চালিয়ে যেতে পারবো।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন