ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: এখনো বিএনপির সমর্থন পাওয়ার আশায় আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। বিএনপির সমর্থন পাওয়ার বিষয়ে তিনি বলেন, এখনো তাদের মনোনয়ন দেওয়া প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। কিন্তু আমি আশা করি, যেহেতু আমাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করাই স্বাভাবিক নিয়ম হবে।
এর আগে, আপিল করে বগুড়া-২ আসন থেকে তিনি নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পান। সম্প্রতি মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঢাকা-১৮ আসনে তাঁর মনোনয়নপত্র বৈধ হলেও বগুড়া-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেন। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন দু’টি আসন থেকেই ভোট করতে পারবেন মাহমুদুর রহমান মান্না।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com