ঢাকা      সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
শিরোনাম

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন চৌধুরী

IMG
12 January 2026, 4:39 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরী। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।

এদিন মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।

মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তাঁকে একটি নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রস্তাব দেন। ওই প্রলোভনে পড়ে বাদী নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। তবে দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে ‘আজ দেবো, কাল দেবো’ বলে কালক্ষেপণ করা হয় বলে অভিযোগ করা হয়।

পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও তাঁর ভাই বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোড সংলগ্ন একটি রেস্টুরেন্টে আসতে বলেন। অভিযোগে বলা হয়, নির্ধারিত দিনে সেখানে গেলে মেহজাবীন ও তাঁর ভাইসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এরপর বিষয়টি সমাধানের আশায় বাদী আমিরুল ইসলাম ভাটারা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। সে অনুযায়ী তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন। তবে শুনানি শেষে আদালত মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন