ঢাকা      শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২
শিরোনাম

দুই দশক পর আজ চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

IMG
24 January 2026, 2:26 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ দুই দশক পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এ কথা জানান।

চট্টগ্রামের কর্মসূচি নিয়ে তিনি বলেন, আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় স্থানীয় একটি হোটেলের হল রুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে 'ইয়ুথ পলিসি টক'-এ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করবেন ও তরুণ-তরুণীদের পরামর্শ শুনবেন।

এরপর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। সমাবেশ শেষে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি কুমিল্লায় চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

পরে যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। দিনভর কর্মসূচি শেষে তারেক রহমান রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে পৌঁছাবেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন