ঢাকা      সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
শিরোনাম

কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত হওয়ার পর বাড়ি ফিরবেন: কুমিল্লায় তারেক রহমান

IMG
26 January 2026, 12:10 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লার দাউদকান্দির বিশ্বরোড কেন্দ্রীয় মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দিবাগত রাত ১২টা ২৭ মিনিটে জনসভা মঞ্চে পৌঁছান তিনি। দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

জনসভায় তারেক রহমান বলেন, ‘আগামী ১২ তারিখে যে নির্বাচন, সে নির্বাচনে আপনারা সকলে সেই ভোটের অধিকারটি প্রয়োগ করবেন। আপনারা আপনাদের রাজনৈতিক ভোটের অধিকার প্রয়োগ করবেন। যেই অধিকারটি গত ১৫ বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, একই সঙ্গে মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল।’

তারেক রহমান আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সকলে মিলে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোট কেন্দ্রে যাবেন। সাথে অন্য ধর্মের লোকদের নিয়ে যাবেন। যাঁর যাঁর এলাকার ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে যাবেন। কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে সিল দেবেন। কোথায় সিল দেবেন? ধানের শীষে। তারপর বাড়ি ফিরবেন না। দিনভর কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত হওয়ার পর বাড়ি ফিরবেন।’

তারেক রহমান বলেন, ‘বিএনপির আমলে আপনাদের এলাকার মন্ত্রী-এমপিরা ব্রিজ-কালভার্ট-রাস্তাঘাটসহ উন্নয়নমূলক কাজ করেছেন। কিন্তু গত ১৭ বছর সেই কাজের সংস্কারও হয়নি। কাজেই বিএনপি যখন ক্ষমতায় থাকে দেশের রাস্তাঘাট-ব্রিজ-কালভার্ট-স্কুল-কলেজ-হাসপাতালের উন্নয়ন হয়।’

তারেক রহমান সভামঞ্চে আসার পর রাত ১২টা ৪৩ মিনিটে বক্তব্য শুরু করেন। রাত একটায় বক্তব্য শেষ করেন। শীতের রাতের ঠান্ডা আবহাওয়া ও কুয়াশা উপেক্ষা করে দল বেঁধে বিএনপির নেতা-কর্মীরা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন। কুমিল্লার দাউদকান্দি, মেঘনা, মুরাদনগর, মুন্সিগঞ্জ এবং চাঁদপুরের মতলব উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হন।

জনসভায় আরও বক্তব্য দেন কুমিল্লার মুরাদনগর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী কামরুজ্জামান রতন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন