কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কুষ্টিয়ার নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এ জনসভা শুরু হয়। সকাল থেকে দলে দলে জনসভাস্থলে আসছেন নেতাকর্মীরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির।
জনসভাস্থলে প্রবেশে কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরা নিয়মিত তদারকি করছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সমাবেশস্থলে আসছেন। নেতাকর্মীরা অনেকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ দলীয় মনোগ্রাম সম্বলিত ব্যাচ, টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পড়ে এসেছেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠের পাশের ভবনে টাঙানো হয়েছে দলীয় প্রধানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com