ঢাকা      সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
শিরোনাম

দলীয় কর্মীদের পেট ভরার রাজনীতি করি না: শফিকুর রহমান

IMG
26 January 2026, 4:59 PM

কুষ্টিয়া, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জাতির সব মানুষের মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না। দলীয় কর্মীদের পেট ভরার জন্যও রাজনীতি করি না।’ আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদকে নিয়ে জামায়াত আমির বলেন, ‘শহীদ আবরার ফাহাদ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই বিদ্রোহী ও একটা বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল। এটাই তার অপরাধ। এ জন্য তাকে দুনিয়া থেকে অত্যন্ত নির্মমভাবে বিদায় করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যেখানে মেধাবীদের মিলনমেলা।’

বিগত সময়ের গুম সম্পর্কে শফিকুর রহমান বলেন, ‘অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়নাঘরে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগই আমরা ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ। হয় জীবিত অথবা লাশ হিসেবে। কিছু এখনো পাইনি। তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দু'জন আছে। এ রকম আরও আটজন আছে, যাদের আজও খুঁজে পাইনি।’

কুষ্টিয়া থেকে যেসব ট্রাক চাল নিয়ে যায়, প্রতিটি ট্রাক থেকে ৫ হাজার টাকা করে চাঁদা আদায় হয় বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, এতে চালকলের মালিক ও ট্রাক মালিকরা অতিষ্ঠ। পণ্যের দাম কমানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা তিনটা কাজ করবো—যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবো, সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেবো এবং চাঁদাবাজিতে যারা লিপ্ত, তাদের আমাদের বুকে টেনে নিয়ে ভালো কাজে লাগিয়ে দেবো।’

বক্তব্যের শেষে জামায়াত আমির কুষ্টিয়ার চারটি আসনের দলের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল গফুরের সভাপতিত্বে ও দলের জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দারের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থী বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী আমির হামজা, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের প্রার্থী আফজাল হেসেন ও শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন