সিরাজগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সিরাজগঞ্জের সলঙ্গায় ২৯ কেজি গাঁজাসহ আতিক হাসান নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার (২ ডিসেম্বর) বিকেল সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নে বগুড়া-ঢাকা হাইওয়ে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিক হাসান কুড়িগ্রাম জেলার রৌমারী থানার আমবাড়ী গ্রামের মৃত তমছের আলীর ছেলে।
র্যাব-১২ জানায়, খবর পেয়ে আতিয়া আবাসিক হোটেলের সামনে বগুড়া-ঢাকা হাইওয়েতে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ আতিককে গ্রেফতার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরই মধ্যে তাঁকে সলঙ্গা থানায় হন্তান্তর করা হয়েছে।