টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: টাঙ্গাইলের বাসাইলে সিএনজি অটো রিক্সার চাপায় নাম সুরাইয়া আক্তার (১০) এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রী উপজেলার বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে।
বাসাইল থানার উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, বেলা ১২টার দিকে উপজেলার বিয়ালা গ্রামের একটি মাদ্রাসার প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী ছুটি শেষে টাঙ্গাইল-বাসাইল সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বাসাইল থেকে টাঙ্গাইলগামী সিএনজি চালিত একটি অটোরিক্সা বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অপর একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে সুরাইয়ার উপর গিয়ে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় সুরাইয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।