সাইফুল মিলন, গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভায় মেয়র নির্বাচন করায় গোলাম সারোয়ার প্রধান বিপ্লবকে উপজেলা অা'লীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি ও সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা আ'লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।
নবগঠিত পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধানকে দলীয় প্রার্থী ঘোষণা করে আ'লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তাকে দলীয় পদ থেকে অব্যাহতি ও সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা আ'লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা।
আগামী ১০ ডিসেম্বর প্রথমবারের মত নবগঠিত পলাশবাড়ী পৌরসভা নির্বাচন অনুষঠিত হবে।