ঠাকুরগাঁও, বাংলাদেশ গ্লোবাল : ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কাশেম নারদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে প্রতিবেশী ইউসুফ আলীকে যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও অপর ৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় প্রদান করেন ।
দন্ডপ্রাপ্ত আসামী ইউসুফ আলী ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রায়ের দিন আসামী আদালতে অনুপস্থিত ছিল। গ্রেফতারের পর থেকে আসামীর বিরুদ্ধ রায় কার্যকর হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ মে সকালে আসামী ইউসুফ আলী সদলবলে একই গ্রামের প্রতিবেশী আবুল কাশেম নারদ কে বেধরক মারপিট করে। এতে ঘটনাস্থলেই মারা যায় নারদ। এ ঘটনায় মৃতের ছেলে সোহেল আলম আকাশ বাদী হয়ে ৭ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার অভিযোগ,পুলিশের চার্জশীট, সাক্ষীদের জবানবন্দিসহ পারিপার্শ্বিক ঘটনায় হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।